ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষে চট্টগ্রামের কর্ণফুলীতে শুরু হয়েছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ। গত বুধবার সকাল ৯টায় উপজেলার আজিম হাকিম স্কুল এন্ড কলেজে শুরু হয় চরপাথরঘাটা ইউনিয়নের নারী-পুরুষদের ছরি তোলার কার্যক্রম।
এরপর দ্বিতীয় দিন বৃহস্পতিবার দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বড়উঠান ইউনিয়ন, শুক্রবার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে চরলক্ষ্যা ইউনিয়ন, শনিবার এজে চৌধুরী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে শিকলবাহা ইউনিয়ন ও রোববার জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার সকল ইউনিয়নের বাদপড়া অনুপস্থিত ভোটাররা ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। এদিকে দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বড়উঠান ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরির্দশনে যান পাহাড়তলী থানা নির্বাচন অফিসার জাকিয়া হোসনাইন, কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা আক্তার ভূইয়া, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মমিনুর রশিদ, পরিষদের সচিব প্রংকজ দত্ত।
কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা আক্তার ভূইয়া বলেন, ‘বড়উঠান ইউনিয়নে এবার নতুন ভোটার হচ্ছে প্রায় ২ হাজার নারী-পুরুষ। রমজানে যেন ছবি তুলতে আসা নতুন ভোটারদের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য ১৩টি বুথের মাধ্যমে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ চলছে। আগামী রোববার জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার সকল ইউনিয়নের বাদপড়া অনুপস্থিত ভোটাররা ছবি তোলার কার্যক্রমের মধ্যদিয়ে শেষ করা হবে।’