যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তির জন্য কর্ণফুলী টানেল সড়কের চাতরী চৌমুহনী বাজার মোড়ে ডিভাইডার স্থাপন করে সুনাম কুড়িয়েছে উপজেলা প্রশাসন।
দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াত চলে এ সড়ক দিয়ে। এই সড়কের ফুটপাত জুড়ে রয়েছে ভাসমান দোকানের হিড়িক। এ কারণে হরহামেশা লেগেই থাকে যানজট ও সড়ক দুর্ঘটনা।
শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে অস্থায়ীভাবে রোড ডিভাইডার বসিয়েছেন উপজেলা প্রশাসন। এটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এসময় তিনি সিএনজি অটোরিকশা চালক ও বাজার মনিটরিংয়ে ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানাও করেন।

যানজট থেকে মুক্তি পেতে রোড ডিভাইডার স্থাপনের সড়কে যানজট অনেক কমবে ও সুফলও পাবে বলে আশাবাদী এ এলাকার মানুষের। এসময় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও পথচারীরা।
চালক, ব্যবসায়ী ও পথচারীরা জানান, আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সবসময় চোখে পড়ার মতো ছিল যানজট। এতে করে ভোগান্তিতে পড়ে রোগী, স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। বিভিন্ন সময়ে ঘটে বড় ধরনের দূর্ঘটনাও। সড়কের ওপরে ভাসমান দোকানপাঠ, অটোরিকশা, রিকশা ও সিএনজি দাঁড় করে রাখার ফলে সবসময় যানজট লেগে থাকে। প্রশাসন রোড ডিভাইডার বসানোর ফলে রাস্তায় যানজট অনেকটা কমবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা এড়াতে চাতরী চৌমুহনীর গুরুত্বপুর্ণ মোড়ে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। যানবাহনগুলো সারিবদ্ধভাবে চলাচল করলে যানজটের ভোগান্তি দূর হবে বলে মনে করছি। সড়কের ওপরে ভাসমান দোকানপাট, অটোরিকশা, রিকশা ও সিএনজি না রাখার জন্য ব্যবসায়ী ও চালকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।