বর্তমান সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট’র আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেট এর বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করার তথ্য নিশ্চিত হওয়ায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে।
এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল হতে মো. নবির উদ্দিন, মোঃ ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ), ০৩ টি একনলা দেশীয় বন্দুক, ০৮ টি কার্তুজ, ২০ টি ককটেল, ০২ টি ডেগার, ০৩ টি ক্রিজ ও ০১ টি তলোয়ার উদ্ধার করা হয়।
যৌথ এ অভিযানে নৌবাহিনীর সাথে কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করেন। অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।