দীর্ঘ ১৬ বছরের বেশি সময়পর দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় হচ্ছে জেলা বিএনপির বিশাল জনসভা। দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা উন্নতি এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দীর্ঘদিনপর দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় এই জনসভাকে জনসমুদ্রে রূপদিতে উপজেলা বিএনপিসহ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার ও পোষ্টার। জনসভাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরোয়ার হোসেন বলেন, বিগত ১৬ বছরের বেশি সময়পর আনোয়ারায় বিএনপির বিশাল জনসভা হচ্ছে। এই জনসভাকে জনসমুদ্রে রূপদিতে উপজেলা বিএনপিসহ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মধ্যদিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের এখন বড় সমস্যা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া এসব সমস্যা কখনও সমাধান সম্ভব নয়। নির্বাচন নিয়ে ফ্যাসিবাদের নানা চক্রান্ত চলছে, তাই জনসাধারণকে সাথে নিয়ে সঠিক সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ।’