চট্টগ্রামের আনোয়ারায় অপারেশন ডেভিল হান্টে উপজেলার বারশত ইউনিয়নের মো. ইলিয়াছ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মৃত আবদুল খালেকের পুত্র এবং বারশত ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে বিএনপির মিছিলে হামলার মামলায় এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’
২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।