চট্টগ্রামের কর্ণফুলীতে পাম অয়েল ব্র্যান্ডের বোতলে ঢুকিয়ে বাজারজাত করার দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। এসময় তিনি ৪ হাজার লিটার তেল জব্দ করে।
রোববার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের পাইপের গোড়া এলাকায় একটি ভাড়াঘরে অনুমোদনহীনভাবে বোতলজাত করায় সময় এ অভিযান পরিচালনা করেন। জনপ্রিয় ‘রূপচান্দা’ সয়াবিন তেলের মোড়ক নকল করে পাম অয়েল গুলো বাজারজাত করছিল অসাধু চক্রটি। জব্দকৃত তেলের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
এরআগে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে অভিযান চালানো হয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূূর্ণ বাজারে। এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ফোরকান নামে এক ব্যক্তি ভাড়াঘরের মধ্যে পাম অয়েল গুলো রূপচাঁদা তেলের বোতলের মাধ্যমে বাজারজাত করছিলো কয়েকজন শিশু শ্রমিককের মাধ্যমে। প্রশাসন অভিযান শেষে জব্দকৃত তেল জিম্মায় দিয়েছে।’
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ‘অভিযান টের পেয়ে মালিকপক্ষ পালিয়ে যায়। সেখানে থাকা শিশু শ্রমিকদের কাছ থেকে মুচলেখা নিয়ে জব্দকৃত তেল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।’