চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর (৬৫)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে আনোয়ারার চাতরী চৌমুহনী ও নগরীর হাজারী লেনে পৃথক অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ মো. মনির ওরফে সোলাইমান (৪০)কে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। এসময় লুট হওয়া ৮ ভরি স্বর্ণও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার জড়িত মনিরকে গ্রেপ্তারের পর মৃণালের হেফাজত থেকে লুট হওয়া ৮ ভরি স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২ ভরির একটি গলার হার, ১ ভরির দুটি বেসলেট, ৪ ভরির ১০টি চেইন এবং ১ ভরির চারটি কানের দুল রয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে এবং সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর একই উপজেলার ধানপুরা গ্রামের মৃত লাল মোহন ধরের ছেলে।
তিনি নগরীর হাজারী লেনের ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের ‘মডার্ন ফেন্সী জুয়েলার্স অ্যান্ড বুলিয়ন’ নামে স্বর্ণ ব্যবসার মালিক এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। বিগত সরকারের আমলে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এরআগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর বাড়ির তাঁর ছোটভাই ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন বেলুর (৫০) ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। তিনি বন্দর কমিউনিটি সেন্টার এলাকার দেয়াঙ রেস্টুরেন্টে স্বত্বাধিকারী।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘জড়িত মো. মনির ওরফে সোলাইমানের স্বীকারোক্তি মূলক জবানবন্দির ভিত্তিতে পুলিশ তথ্য উদঘাটনের চেষ্টা করে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাতি চক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।’