চন্দনাইশের সাতবাড়িয়া বহরমপাড়ার মাওলানা আব্দুস সালাম- ছামুদা খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ মার্চ সোমবার দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাওলানা আব্দুস সালামের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন কার্যক্রমের পৃষ্ঠপোষক ও ডা. কুতুব উদ্দীন। সমস্ত কার্যক্রম তত্বাবধান করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হোসাইন রুমী। মোনাজাত পরিচলনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল বারী।
সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ফারুক আজম, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, সাহাব উদ্দীন, সাংবাদিক ওমর ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় সাতবাড়ীয়া, বৈলতলী, বরমা, চন্দনাইশ হারলার ৪৯টি এতিমখানা ও ৪৭ টি মসজিদ এবং ২০০০ পরিবারের মধ্যে মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।