দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে বার্মা কলোনি এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মাদক কারবারি রমিজা বেগম (৩৮) একজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত রোহিঙ্গা নারী রমিজা বেগম বার্মা কলোনি এলাকার রোহিঙ্গা ওসমানের স্ত্রী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।
এসময় রমিজার কাছ থেকে ২০ লিটার বাংলা মদ, ৫ গ্রাম গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটকৃত রোহিঙ্গা নারীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা জানান, ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।