এক বছরের পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গেছেন স্ত্রী রিজা মনি (২০)। গত তিনদিন ধরে একাধিক ফোন করেও রিসিভ না করায় স্ত্রী ধরে নেন, রাগ করে হইতো ধরছে না ফোন। তিনদিনপর পুলিশের ফোন পেয়ে জানতে পারেন নিজের রুমের মধ্যে মারা গেছেন তাঁর স্বামী হাবিবুর রহমান (৫৫)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চায়না ইকোনমিক জোন গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, স্ত্রী সন্তান নিয়ে চায়না ইকোনমিক জোন গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসনের একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন কুষ্টিয়া জেলার বাসিন্দা হাবিবুর রহমান (৫৬)। বর্তমানে ভবন নির্মাণের ঠিকাদারী করতেন। শুক্রবার তার কক্ষ থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার লাশ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত হাবিবুর রহমানের স্ত্রী রিজা মনি (২০) বলেন, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় গত দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি আমি সন্তানকে নিয়ে শহরে মায়ের বাসায় বেড়াতে যাই। আমাদের সর্বশেষ কথা হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। এরপর থেকে তাঁর মোবাইলে একাধিকবার কল দিয়েছি, ধরেনি। আমি মনে করছিলাম, রাগ করে হইতো ফোন ধরছে না। কিন্তু আজ দুপুরে পুলিশ ফোনে জানালা আমার স্বামী মারা গেছে। তিনি আরও বলেন, তিনি হৃদরোগে অসুস্থ ছিল। ঘরের ভেতরে খাটের উপর মৃত অবস্থায় উদ্ধার করে লাশ।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘নিহত হাবিবুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’