চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার চুনুমিজির টেক গ্রামে এক প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে প্রবাসী রফিকুল ইসলাম এর রাস্তায় মাটি ফেলছে লিটন নামের এক ব্যক্তি। প্রবাসী রফিকুল ইসলাম একজন রেমিট্যান্স যোদ্ধা। তিনি দীর্ঘ ৩০ বছর প্রবাসে অবস্থান করছে।
তার সহধর্মিনী জানান আমরা স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকে। আমার ২ ছেলে একজন মেয়ে। আমার বড় ছেলে ও প্রবাসে থাকে মেয়েকে ও বিয়ে দিয়েছি। বাড়িতে তেমন কেউ থাকে না। কিন্তু লিটন নামের ওই লোক আমাদের চলাচলের রাস্তায় জোরপূর্বক মাটি ফেলে, এসময় আমি নিষেধ করলে তারা আমাকে নানা ধরনের হুমকি ধমকি দেয় মেরে পেলার।
এ বিষয়ে আমরা চট্টগ্রাম কোর্ট এর আশ্রয় নিয়ে ১৪৫ জারি করলেও প্রতিপক্ষ কোন আইন কানুন না মেনে জোরপূর্বক মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেয়।
সরেজমিনে দেখা যায় এটি সড়ক ও জনপদের জায়গায় যেখানে ওই পরিবার দীর্ঘদিন দিন যাতায়াত করে আসছে। বর্তমানে চলাচলের সেই রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে ফেলছে।
এ বিষয়ে সড়ক ও জনপদের সীতাকুণ্ড শাখার উপ বিভাগীয় প্রৌকশলী মোহাম্মদ ফারহান জানান, বিষয়টি আমরা জেনেছি এবং তার বিরুদ্ধে সড়ক ও জনপদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য একটি নোটিশ প্রদান করেছি।
এই বিষয়ে অভিযুক্ত লিটন সাথে কথা বললে তিনি জানান আমি আমার দীঘি থেকে মাটি এনে ভরাট করছি এটা আমাদের ওয়ারিশান সম্পত্তি। মাটি ভরাটের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন অনুমতি নেন নাই।
এই দিকে মাটি ভরাটের বিষয়ে প্রশাসন নানা সময়ে অভিযান পরিচালনা করলেও থেমে নেই মাটি খেকোদের দৌরাত্ম, তারা উপজেলার ফসলি জমি সহ বিরোধ পূর্ণ জায়গায় জোরপূর্বক মাটি ভরাট করে আসছে মাটি খেকোরা।
রাস্তার বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন চলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।