চট্টগ্রামের আনোয়ারার কিশোর গ্যাং সম্রাট গ্রুপের অন্যতম সহযোগী জাকির হোসেন বাবু (১৯)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
গত মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে শোলকাটা এলাকার জসিম উদ্দিনের ছেলে।
ওসি মো. মনির হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত জাকির কিশোর গ্যাং সম্রাট গ্রুপের সহযোগী। এছাড়াও চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার ডাকাতি মামলার আসামীও। এ গ্রুপের বাকিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’