চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ের সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালাবিবির দীঘির মোড়ে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার দেশ ও পূর্বদেশ প্রতিনিধি খালেদ মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিপ্লাস টিভি প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আনোয়ারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মহিউদ্দিন মনজুর, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি (অনলাইন) মো. হিজবুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মো. আরাফাত, অর্থ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মো. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মো. ফখর উদ্দিন, সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহরিয়ার ইমন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মো. নুরুল করিম প্রমুখ।
অতিথিরা বলেন, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সুরক্ষা, ঐক্য ও অধিকার আদায়ের সংগঠন। এখানে এক ঝাঁক তরুন মেধাবী সাংবাদিক যেমন রয়েছে তেমনি অভিজ্ঞ ও নৈতিক বোধ সম্পন্ন দুরদর্শী সাংবাদিকরাও রয়েছে। এই সংগঠণের হাত ধরে আনোয়ারার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই জনপদকে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে।
আনোয়ারা তানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আমরা অধিকাংশ তথ্য সাংবাদিকদের কাছ থেকেই পাই। সমাজ থেকে অন্যায়, অসঙ্গতি দুর করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য পুলিশ, সাংবাদিক, অন্যান্য প্রশাসন মিলে যৌথভাবে কাজ করলে সকল অসঙ্গতি দুর করা সম্ভব। আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে এই সংগঠণের সফলতা কামনা করি।