চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের পাশ থেকে এক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পিএবি) সড়কের পাশে ৩৫ বছরের নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। এখনও পর্যন্ত নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’