চট্টগ্রামের আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে পথচারীরা নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য বাড়াতে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ’র নেতৃত্বে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে আনোয়ারার চাতরী ট্রাফিক ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন। এ সময় ফুটপাতে অবৈধভাবে ভাসমান দোকান ও স্থায়ী দোকানের পণ্যসামগ্রীর পসরা ফুটপাতের ওপর সাজিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৬ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানাও করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘পথচারীরা নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য বাড়াতে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ করে সিএনজি অটোরিকশা স্টেশনের জন্য জায়গাও নির্ধারণ করা হয়। অভিযান শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করা হবে।’
এরআগে গত শনিবার যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তির জন্য কর্ণফুলী টানেল সড়কের চাতরী চৌমুহনী বাজার মোড়ে ডিভাইডার স্থাপন করে সুনাম কুড়িয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।