চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী ছাত্রদের পাগড়ী-সনদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী মাদরাসা হলরুম প্রাঙ্গণে মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে হাফেজ হেলাল বিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজী।
বিশেষ বক্তা ছিলেন বখতিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা কারী ইসহাক, শানে সাহাবা খতিব কাউন্সিল আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা ক্বারী ফুরকান মাহমুদ, সেক্রেটারি মাওলানা ছৈয়দ নূর আনোয়ারী, আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা মোকাদ্দেছ হোসেন তোরাবী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নেজাম উদ্দীন সওদাগর, জামাল মার্কেট দোকান ব্যবসায়ী মাওলানা আবুল কালাম, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, উম্মে হুমাইরা বালিকা মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ আবরার নেওয়াজ সালেহ, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ মনসুর, আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সাঙ্গু ও কালবেলা আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ও চট্টগ্রাম খবরের প্রতিনিধি মো. ইমরান হোসাইন।
দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ কামরুউদ্দীন বলেন, ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অত্র মাদ্রাসায় ১৩৭ জন ছাত্র হিফজ সম্পন্ন করে বিদায় নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে অত্র মাদ্রাসা থেকে ২৭ জন ছাত্র পাগড়িও সনদ নিয়ে বিদায় নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাছাড়াও ৩৪ জন ছাত্র হিফজ ছবক সম্পন্ন করে দাওর বিভাগে পড়ছেন যারা আগামী ২০২৬ সালে অত্র মাদ্রাসা থেকে স্ব-সম্মানে বিদায় নিবেন ইনশাআল্লাহ।আমরা তাদের দুনিয়া ও আখিরাতে সাফল্য কামনা করি
অনুষ্ঠান শেষে প্রধান আলোচক মাওলানা মুফতি আবুল হোসেন এর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।