জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর অধ্যাদেশ ২০২৫’ এর খসড়ার ওপর আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুথানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই অধিদপ্তর প্রতিষ্ঠার নিমিত্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীতব্য অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে।’
ওই খসড়া অধ্যাদেশের বিষয়ে মতামত আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর দাপ্তরিক ঠিকানায় অথবা দাপ্তরিক ই-মেইলে (secretary@molwa.gov.bd) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
বাসস