অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া আরেক মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে রয়েছে। আগে থেকে তার হাতে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সামলাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মাহফুজ আলম গত বছরের ১০ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেও তাকে এতোদিন সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয় দেয়া হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়েই মাহফুজ আলম দায়িত্ব পালন করেন। জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনসহ গুরুত্বপূর্ণ কাজে তিনি যুক্ত। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮শে আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন মাহফুজ আলম। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন প্ল্যাটফরমের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।