জুলাই বিপ্লবের ৫০ জন আহত প্রতিবন্ধীসহ বিশ্বের ১০ দেশের ৩০০ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ ২০২৫ কার্যক্রম শুরু হয়েছে।
এই ফেলোশিপে ১০ মাসব্যাপী প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং , ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স , ভিডিও এডিটিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। দুই সেমিস্টারে পড়াশোনা শেষে ৪ মাসের পেইড ইন্টার্নশিপের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে চাকুরীর সুযোগ পাবেন। এই ডিজিটাল ফেলোশিপে বাংলাদেশ থেকে ১০০ জন প্রতিবন্ধি ব্যাক্তির মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সরাসরি সুপারিশে ৫০ জন সুযোগ পাচ্ছেন। এছাড়া পাকিস্তান, নেপাল, মালশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ঘানা, জিম্বাবুয়ে থেকে ২০০ জন প্রতিবন্ধী অংশ গ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ১২ জন গ্রাজুয়েট বের হয়েছেন। বর্তমানে ২০০ জন প্রতিবন্ধী ৯ দেশ থেকে তাদের শেষ সেমিস্টারে রয়েছেন।
এই উপলক্ষ্যে রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব স্কলারস আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ব্রুনাইয়ের ভারপ্রাপ্ত হাইকমিশনার রোজিমি আব্দুল্লাহ , আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজ এর ডিরেক্টর প্রফেসর জামিলুন্নেসা , ইউনিভার্সিটি অব স্কলারস এর ভাইস চেয়ারম্যান আরিফুল হক সহান , অভিনেতা তাওসিফ মাহবুব , সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফাতিহা আয়াত , নহর এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফারিদ খান , আমিরুল মোমেনিন মানিক , আল মানার হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সুলতান আহমেদ এবং নহর এর চেয়ারম্যান ভ্যালেরি অ্যান টেইলর উপস্থিত ছিলেন। এছাড়াও নাহিদা সুলতানা, এইচ এম আতিফ ওয়ফিক, রনি শাহ এবং শুভ মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন ।