চট্টগ্রামের কর্ণফুলীতে ফাঁসিতে ঝুলে বরকত হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝি বাড়ি নিজের ঘরে আত্মহত্যা করেন তিনি।
সে একই এলাকার মৃত হোসেন আহমদের পুত্র। রিকশা বরকত দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিক ভাবে বিয়ে করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ও স্বজনরা জানান, এনজিওর কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরআগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে সে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজাদ বলেন, বিয়ে করেছে দুইমাস আগে। বিয়ের সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন বরকত।