ছবির ক্যাপশন: নিহত শাশুড়ি রশিদা খাতুন (৪৫) ও অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন মানিক (২৪)
চট্টগ্রামের আনোয়ারায় মেয়ের জামাইয়ের হজাতে শাশুড়ি রশিদা খাতুন (৪৫) খুনের অভিযোগ উঠেছে। রোববার (৯ মার্চ) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে লাশ উদ্ধার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের পুত্র এবং নিহত রশিদা খাতুনও একই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর মনোমালিন্য ও পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাইয়ের মারধরের আঘাতে শাশুড়ির মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের কন্যা হাফসা আকতার (২০) বলেন, গত দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ও শ^শুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়িতে চলে আসি। অভাব অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এরমধ্যে আমার স্বামীর বিভিন্ন এনজিও থেকে নেওয়া তিনলাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার উপর চাপ সৃষ্টি করে। রোববার সকালে সে আমাদের বাড়িতে এসে আমার মা ও ভাইয়ের উপর হামলা করে। এসময় সে গাছ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে মারা যায় আমার মা।
আনোয়ারা থানার ওসি তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মেয়ের জামাই হেলাল উদ্দিন ঘটনারপর থেকে পালতক। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’