চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামীলীগের এক নারী নেত্রীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঐ নারী নেত্রীর নাম ছকিনা বেগম। তিনি মিরসরাই পৌরসভার ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড কমিশনার ছিলেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সেলিনা আক্তার জানান, আওয়ামীলীগের অবৈধ শাসন আমলে এই নারী সন্ত্রাসী তাদের উপর আওয়ামী অবৈধ ক্ষমতার অপব্যহারের মাধ্যমে নির্যাতন, নিপীড়ন করে আসছে। আমাদের ওয়ারিশি সম্পদ জবরদখলের চেষ্টা করেন এবং তারা একটি জাল দানপত্রের দলিল উপস্থাপন করেন ও আদালতের একটি নিষেদাজ্ঞা দেখান। তাদের উপত্থাপিত জাল দানপত্রের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি এখনো চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় বাদি বিবাদী উভয় পক্ষকে বিরোধমান সম্পতিতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে মহামান্য আদালত। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসীদের মাধ্যমে জায়গা দখলের চেষ্টা করেন। আমরা বাঁধা দিলে আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গত শুক্রবারে সম্পত্তি সংক্রান্ত মহিলাদের দুটি পক্ষের বিবাদকে কেন্দ্র করে থানায় দুটি পাল্পাপাল্টি অভিযোগ এসেছে। আমরা অভিযোগদুটি আমলে নিয়ে জিড়ি আকারে গ্রহন করেছি। বর্তমানে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।