দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মবার্ষিকী এবং আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।
১৩ ফেব্রুয়ারি বিকেলে সাতবাড়িয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জারুল্লার সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: মাহাফুজুল ইসলাম বাবু, মোহাম্মদ আবু বক্কর (যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল), মোহাম্মদ ফারুক মিয়া (সাবেক সিনিয়র সদস্য চন্দনাইশ উপজেলা যুবদল), মোহাম্মদ সরওয়ার (যুগ্ন আহবায়ক চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দল), মো:মুজিবুর রহমান (সাবেক সা:সম্পাদক বরমা ইউনিয়ন বিএনপি), জিয়াউল হক (আহ্বায়ক কৃষক দল চন্দনাইশ উপজেলা), আজিজুল হক (যুবদল নেতা সাতবাড়িয়া ইউনিয়ন) প্রমুখ।
শীতবস্ত্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন, চন্দনাইশ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম ও সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।