চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে রাজপথে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের এক দোসরকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পরিবর্তিত সময়ে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা কিভাবে জনপ্রতিনিধির পদ দখলে নেয়!
জানা যায়, সম্প্রতি উপজেলার ৫নং বরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ৫নং বরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মধুসূদন দত্ত। তার বিরুদ্ধে ৪ আগস্ট চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।
চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে বিভিন্ন মিটিং মিছিল উপস্থিত ছিলেন।
এবিষয়ে মধুসূদন দত্তের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ৫নং বরমা ইউনিয়নের জনসাধারণ কে, কি বলছে সেটা আমার দেখার বিষয় না। তবে আমি এ বিষয় মতামত প্রকাশ করতে পরাবোনা।
৫ নং বরমা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নতুন প্যানেল চেয়ারম্যান মধুসূদন দত্তের সম্পর্কে জানাতে চাইলে তারা বলেন আমরা নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে মধুসূদন দত্ত কে দেখতে চাইনা। তিনি আওয়ামী লীগের দোসর ও দালাল। তারা আরও বলেন মধুসূদন দত্তের সম্পর্কে জেনে শুনে যারা দায়িত্ব পালন করতে দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।