চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কলেজ ও মাদ্রাসার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম জেলা ছাত্রদল।
রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে রয়েছে- পটিয়া সরকারি কলেজ, মুজাফরাবাদ কলেজ, মনসা স্কুল এন্ড কলেজ, বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসা, বাঁশখালী ডিগ্রি কলেজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, পশ্চিম বাঁশখালী গন্ডামারা ফাজিল মাদ্রাসা, বাঁশখালী জলদী হোসানিয়া কামিল মাদ্রাসা, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নূর শাহেদ খাঁন রিপন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দেশ্য ও লক্ষ্য হলো উৎপাদনশীল ও কর্মমুখী তরুণ সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করা। কর্মমুখী শিক্ষায় মনোনিবেশে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করা। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবকে বুকে ধারণ করে ছাত্রদল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিবেন।